প্রথম পাতা বিনোদন আজও জামিন পেলেন না শাহরুখ পুত্র

আজও জামিন পেলেন না শাহরুখ পুত্র

351 views
A+A-
Reset

ডেস্ক: আজও জামিন মিলল না শাহরুখ পুত্রের । আরিয়ান খানকে আপতত জেলেই থাকতে হবে। বুধবার মুম্বইয়ের NDPS আদালত মাদককাণ্ডে গ্রেফতার আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করল। শুনানি চলাকালীন জামিনের তীব্র বিরোধিতা করেন এনসিবি’র আইনজীবীরা। দীর্ঘ সওয়াল জবাব শেষে আদালত শাখরুখ-পুত্রের জামিনের আবেদন খারিজ করে দেয়। বিশেষ এনডিপিএস আদালত আবেদনে সাড়া না দেওয়া আরিয়ানের জামিনের আর্জি নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তাঁর আইনজীবী৷


জামিন পেলেন না শাহরুখ পুত্র! বড় ধাক্কা খেলেন আরিয়ান খান। মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখ খান পুত্রের জামিনের আবেদন আজ না-মঞ্জুর করল সেশন কোর্ট। এর আগে ম্যাজিস্ট্রেট কোর্টেও আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ হয়েছিল। ফলে আপাতত জেল হেফাজতেই থাকতে হবে আরিয়ানকে। শুধু আরিয়ান খান নয়, তাঁর সঙ্গে আরও দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধমেচার জামিনের আবেদনও খারিজ করে দেয় আদালত।

আরও পড়ুন: মুক্তি পেল সৌমজিত আদকের ছবি ‘অল্প হলেও সত্যি’ ছবির ট্রেলার


এদিকে সকাল থেকেই মান্নতের সামনে ভিড় জমাতে দেখা যায় শাহরুখ অনুগামীদের। তাঁদের সবার আজ একটাই প্রার্থনা ছিল। আজ যাতে বুধবার শাহরুখ-পুত্র আরিয়ান খানের জামিন মঞ্জুর হয়ে যায়। তবে নিম্ন আদালতে এদিনও আরিয়ান খানের বেল বাতিল হয়ে যাওয়াতে আজও মান্নতে যেন শোকের স্তব্ধতা।
গত ৩ অক্টোবর মাদক মামলায় গ্রেফতার করা হয় আরিয়ান খান সহ আরও সাতজনকে। ইতিমধ্যেই ১৮ দিন জেলে কাটিয়েছেন আরিয়ান। বর্তমানে আর্থার রোডের জেলে রাখা হয়েছে তাঁকে। বুধবার অরিয়ানের জামিনের আবেদন করেছিলেন আইনজীবী অমিত দেশাই। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.