এ বার গোল্ডেন গ্লোব পেল ‘আরআরআর’। বিশ্ব দরবারে আরও একবার দেশের মুখ উজ্জ্বল করল এই দক্ষিণী ছবি। এস এস রাজামৌলী পরিচালিত এই ছবির ‘নাটু নাটু’ গানটি ‘গোল্ডেন গ্লোব’-এর মঞ্চে জিতে নিল সেরা অরিজিন্যাল গানের শিরোপা।
দুই রিয়েল-লাইফ হিরো কোমারাম ভীম ও অল্লুরি সীতারামা রাজুর জীবনের ওপর ভিত্তি করে তৈরি ছবি ‘আরআরআর’ ইতিমধ্যেই সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছে। রাজুর চরিত্রে রাম চরণ ও ভীমের চরিত্রে জুনিয়র এনটিআর ছাপ ফেলেছেন আন্তর্জাতিক দর্শকদের মনেও। এ বার এই ছবির গান ‘গোল্ডেন গ্লোব’-এর মঞ্চে জিতে নিল সেরা গানের শিরোপা।
সেরা ‘অরিজিন্যাল সং’ বিভাগে মনোনীত হয়েছিল আরআরআর-এর ‘নাটু নাটু’ গানটি। মনোনয়নে জায়গা করে নিয়েছিল টেলর সুইফটের ‘ক্যারোলিনা’, লেডি গাগার কণ্ঠে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’ এবং রিহানার কণ্ঠে ‘ব্ল্যাক পান্থার, ওয়াকান্ডা ফরএভার’ ছবির গান ‘লিফট মি আপ’-এর মতো জনপ্রিয় গানও। কিন্তু সে সবকে কার্যত পিছনে ফেলে এমএম কিরাভানি, কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জের কণ্ঠে এই গানকেই সেরা হিসেবে নির্বাচন করেছেন বিচারকেরা।
এই গানটির কম্পোজিশন করেছিলেন এমএম কীরাবাণী। তাঁর দুর্দান্ত কম্পোজিশন যে গোটা বিশ্বকে নাচিয়ে রেখে দিয়েছে, সেটা আবার প্রমাণিত হল গোল্ডেন গ্লোবসের মঞ্চে। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত সঙ্গীত পরিচালক।