প্রথম পাতা বিনোদন ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবির শুভ মহরত

‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবির শুভ মহরত

427 views
A+A-
Reset

ডেস্ক: বৃহস্পতিবার হয়ে গেল ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবির শুভ মহরত।এনা সাহার প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক।ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত।ছবিতে দেখা যাবে প্রিয় ছাত্রর হত্যার সাক্ষী ছিলেন মাস্টারমশাই।খুনি তাঁর আর এক ছাত্র তথা তাঁর মেয়ের প্রেমিক। পশ্চিমবঙ্গের ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হবে ছবিটি। শোনা যাচ্ছে, কাশ্মীরে গিয়ে ইতিমধ্যেই ছবির একটি গানের শ্যুটিং সেরে ফেলেছেন তাঁরা।এদিন মহরত উপলক্ষে এনার অফিসে যুগলে হাজির ছিলেন নুসরত ও যশ।একসঙ্গে পুজোও করেন তাঁরা।

গতকালই নিখিল জৈনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হয়েছে নুসরতের।দীর্ঘ টানাপোড়েন,তর্ক বিতর্কের পর অবশেষে জয় হল নিখিলের।বাড়ি থেকে নুসরত বেরিয়ে যাওয়ার পর ম্যারেজ অ্যানালমেন্টের মাধ্যমে সম্পর্কে ইতি টানতে চেয়ে কোর্টের দারস্থ হয়েছিলেন নিখিল। বুধবার তাঁদের বিয়ে খারিজ করে দিল আলিপুর সিভিল কোর্ট।নিখিল জানিয়েছেন,তাঁর এবছরের জন্মদিনে এটাই ছিল সেরা উপহার।গতকাল মামলার রায় বেরনোর পর থেকেই বেশ ক্ষুব্ধ নুসরত।কিছু সংবাদ মাধ্যমে ঘটনাকে যেভাবে নিখিলের জয় হিসেবে দেখানো হচ্ছে,তাতেই আপত্তি নুসরতের।

প্রসঙ্গত,তুরস্কে ধূমধাম করে বিয়ে হয়েছিলেন নুসরত ও নিখিলের।এরপর দেশে ফিরে একসঙ্গে কিছু মাস থাকার পরই আলাদা থাকার সিদ্ধান্ত নেন দুজনে। বিচ্ছেদের কিছুদিন পরই একটি বিবৃতিতে নুসরত জানিয়েছিলেন যে, ভারতে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন হয়নি। তুরস্কের বিয়ে এখানে গ্রাহ্য নয়, অতএব এই বিয়ে এখানে বৈধ নয় বলেই দাবি করেন নুসরত। তাই নিখিলের সঙ্গে বিচ্ছেদের কোনও প্রশ্নই ওঠে না। নুসরতের এই বিবৃতির পরই কোর্টের দ্বারস্থ হয়ে নুসরতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আবেদন করেছিলেন নিখিল জৈন। বেশ কয়েকমাস ধরে নুসরতের বিরুদ্ধে এই মামলা চলার পর অবশেষে নিখিলের পক্ষে রায় দিল আদালত। খারিজ হল নিখিল নুসরতের বিয়ে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.