কলকাতা: শীঘ্রই শুরু হতে চলেছে ‘হাওয়া বদল ২’ এর শ্যুটিং। সদ্যই হয়ে গেল ছবির মহরৎ। ছবিটি পরিচালনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
২০১৩ সালের মুক্তিপ্রাপ্ত ছবি ‘হাওয়া বদল’ এর সিক্যুয়াল হতে চলেছে এই ছবি। ১১ বছর পর ‘হাওয়া বদল ২’ ঠিক কেমন হতে চলেছে, তা নিয়ে দর্শকদের একটা আগ্রহ থেকেই যায়। ‘হাওয়া বদল ২’ এর চিত্রনাট্য পাভেল লিখেছেন।
এই ছবিতে অভিনয় করতে চলেছেন রাইমা সেন, রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, অনুষা বিশ্বনাথন, কবীর ভট্টাচার্য্য ও চঞ্চল ঘোষ। তিন বন্ধু জিৎ, রাজর্ষি এবং কাজললতাকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প।

‘হাওয়া বদল ২’ ছবিটি প্রযোজনায় রয়েছে এস কে মুভিজ ও রোড শো যৌথ ভাবে। ‘হাওয়া বদল ২’ ছবিতে ১৭ বছর বয়সি ছেলের মায়ের চরিত্রে অভিনয় করছেন রাইমা।
‘হাওয়া বদল’-এর ছোট্ট কবীর এখন দ্বাদশ শ্রেণিতে পড়ে। তিনি এই ছবিতে রাইমার ১৭ বছরের ছেলের চরিত্রে অভিনয় করছেন। ‘হাওয়া বদল ২’ ছবির বেশির ভাগ অংশের শ্যুটিং লন্ডনে হবে।