বুধবার হয়ে গেল ‘কিশমিশ’-এর মহরৎ

নিজস্ব প্রতিনিধি : অপেক্ষার অবসান। আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে কিশমিশ এর শ্যুটিং। বুধবার হয়ে গেল দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর অষ্টম ছবির শুভ মহরৎ। 

ছবির মহরৎ-এর কথা জানিয়ে দেব-এর প্রযোজনা সংস্থার টুইটারে লিখেছে, ”আজ #কিশমিশ – এর শুভ মহরৎ সম্পন্ন হলো দীর্ঘ প্রতীক্ষার পর। আপনারা সকলে সঙ্গে থাকুন খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে #কিশমিশ।”

ছবির পরিচালক  রাহুল মুখোপাধ্যায়। DOP- মধুরা পলিত এবং সংগীত পরিচালনা করেছেন নীল চট্টোপাধ্যায়।ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব এবং রুক্মিণী মৈত্র।

ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লিলি চক্রবর্তী,খরাজ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অঞ্জনা বসু এবং জুন মলাইয়া প্রমুখ।সমস্ত সতর্কতা মেনেই শুরু হবে ছবির শ্যুটিং।এই ছবির মাধ্যমে ফের দেব এবং রুক্মিণীর মিষ্টি প্রেমের রসায়ন উপভোগ করতে পারবেন ভক্তরা।

আরও পড়ুন : সমুদ্রের ধারে ফটোশ্যুট, উষ্ণতা ছড়ালেন ঋতাভরী

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল