প্রথম পাতা বিনোদন বিবাহবার্ষিকীতে স্ত্রীকে ভালোবাসা জানিয়ে ট্যুইট করলেন কৌশিক গঙ্গোপাধ্যায়

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে ভালোবাসা জানিয়ে ট্যুইট করলেন কৌশিক গঙ্গোপাধ্যায়

244 views
A+A-
Reset

কলকাতা: ১৬ জানুয়ারি অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ভালবেসেই বিয়ে করেছিলেন তারা দু’জন।দু’দশকেরও বেশি সময় কেটে গিয়েছে। বড় হয়ে গিয়েছে তাদের একমাত্র সন্তান উজান-ও।

ছেলে বড় হয়ে গেলেও কৌশিক-চূর্ণীর ভালোবাসা আজও আগের মতোই অটুট রয়েছে। পেশাগত জীবনে দুজনে ক্যামেরার সামনে এবং পিছনে একসঙ্গে বহু কাজও করেছেন। বিশেষদিনে স্ত্রীকে ভালোবাসা জানিয়ে ট্যুইট করেছেন পরিচালক।

সাধারণত কাজের বাইরে নিজের পারিবারিক জীবন নিয়ে খুব একটা কথা বলতে দেখা যায় না কৌশিককে।কৌশিকের কথায়,পারিবারিক আপডেট দেওয়ার চল তাঁর পরিবারে নেই। নিজেদের মতো করেই আনন্দ বা মন খারাপ সামলে থাকতে পছন্দ করেন তারা।কিন্তু এমন কিছু দিন আসে যখন মনে হয়, বহু মানুষের আশীর্বাদ নিয়ে আবার পথ চলা শুরু করতে পারলে ভালো হয়। আজ তাদের বিবাহবার্ষিকী।তাই এমন এক বিশেষ দিনে তাঁদের ভালোবাসা দেওয়ার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন কৌশিক।টুইটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে।

আরও পড়ুন: ‘ক্লিক’ এ শুরু হতে চলেছে ‘সার্চ’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.