প্রথম পাতা বিনোদন অ্যাকশন দৃশ্যের সময় শাহরুখ খানের গুরুতর চোট, ‘কিং’ ছবির শুটিং আপাতত স্থগিত

অ্যাকশন দৃশ্যের সময় শাহরুখ খানের গুরুতর চোট, ‘কিং’ ছবির শুটিং আপাতত স্থগিত

247 views
A+A-
Reset

নতুন ছবি ‘কিং’-এর শুটিং চলাকালীন গুরুতর যখন বলিউড সুপারস্টার শাহরুখ খান। মুম্বইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের সময় এই দুর্ঘটনা ঘটে। বলিউড হাঙ্গামার সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকের পরামর্শে তাঁকে এক মাসের বিশ্রাম নিতে বলা হয়েছে।

৫৯ বছর বয়সি এই অভিনেতা আপাতত বিশ্রামে থাকলেও চোট সারলে আবার শুটিংয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে শাহরুখের সঙ্গে রয়েছেন সুহানা খান, জয়দীপ আহলাওয়াত ও অভিষেক বচ্চন।

সূত্রের খবর, অস্ত্রোপচারের পর শাহরুখকে অন্তত এক মাস কাজ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী শিডিউল শুরু হবে সেপ্টেম্বর বা অক্টোবরে। চোট সারিয়ে শাহরুখ পূর্ণ উদ্যমে আবার শুটিংয়ে ফিরবেন বলেও জানা গেছে।

এই পরিস্থিতিতে ‘কিং’-এর জুলাই-আগস্ট মাসে ফিল্ম সিটি, গোল্ডেন টোব্যাকো ও ওয়াইআরএফ-এ নির্ধারিত শুটিং বাতিল করা হয়েছে। ছবির কিছু অংশ ভারত ও ইউরোপে শুট হওয়ার কথা। চূড়ান্ত শুটিং সূচি এখনও প্রকাশ করা হয়নি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.