প্রথম পাতা বিনোদন বয়স লুকনোর ইনজেকশনই কি হৃদ্‌রোগের কারণ হল শেফালি জরিওয়ালার?

বয়স লুকনোর ইনজেকশনই কি হৃদ্‌রোগের কারণ হল শেফালি জরিওয়ালার?

275 views
A+A-
Reset

‘কাঁটা লাগা’ গানে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে মুম্বইয়ের কুপার হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শেফালি অ্যান্টি-এজিং ওষুধ নিচ্ছিলেন। শুক্রবার (২৭ জুন) পরিবারের পক্ষ থেকে একটি পূজার আয়োজন করা হয়েছিল, সেই কারণে ওই দিন উপবাসে ছিলেন শেফালি। তা সত্ত্বেও দুপুরবেলা নিজের মাসিক অ্যান্টি-এজিং ইনজেকশন নেন তিনি। পুলিশের অনুমান, খালি পেটে এই ইনজেকশনই তাঁর হৃদ্‌রোগের কারণ হয়ে থাকতে পারে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রাত ১১টা নাগাদ হঠাৎ করে শেফালির শরীরে কাঁপুনি শুরু হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর সঙ্গে তখন বাড়িতে উপস্থিত ছিলেন স্বামী পরাগ ত্যাগী, মা এবং আরও কয়েকজন। ওই মুহূর্তে মৃগীর ঝাঁকুনি জাতীয় কিছু একটা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা।

পুলিশের ফরেনসিক দল শেফালির বাড়ি থেকে বহু ধরনের ওষুধ উদ্ধার করেছে—অ্যান্টি-এজিং ইনজেকশন, বিউটি অয়েল, গ্যাস্ট্রিকের ওষুধ প্রভৃতি। এখনও পর্যন্ত ৮ জনের বয়ান রেকর্ড করা হয়েছে—পরিবারের সদস্য, গৃহকর্মী এবং চিকিৎসকদের মধ্যে থেকে। কোনও পারিবারিক কলহের ইঙ্গিত মেলেনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.