376
এই মুহূর্তে তিন মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী শুভশ্রী। আগামী ডিসেম্বরেই দ্বিতীয় বার মা হতে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেই রাজ-শুভশ্রী জানিয়ে দেন যে তাঁদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে।
করোনাকালেই প্রথম বার মা হয়েছিলেন শুভশ্রী। ২০২০ সালের সেপ্টেম্বরে আসে ইউভান। এর পর থেকে ইউভানকে ঘিরেই রাজ-শুভশ্রীর সংসার। তিন বছর পর আসতে চলেছে নতুন অতিথি।
এ ব্যাপারে একটি সাক্ষাৎকারে রাজ চক্রবর্তী জানান, “একেবারেই পরিকল্পিত। আমি-শুভ ঠিকই করেছিলাম ইউভানের তিন বছর হতেই ওর একজন খেলার সঙ্গী নিয়ে আসতে হবে। সেই মতোই সবটা হচ্ছে। যদি কেউ ভাবে আনপ্ল্যান্ড তা কিন্তু একেবারেই নয়।”
এই খবর প্রকাশ্যে আসা মাত্র নায়িকার ইনস্টাগ্রাম ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়। মৌনি রায় থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় একে একে সবাই ভালবাসা জানিয়েছেন৷