প্রথম পাতা বিনোদন জুবিন গার্গের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতমহল, মুখ্যমন্ত্রী মমতার শ্রদ্ধাজ্ঞাপন

জুবিন গার্গের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতমহল, মুখ্যমন্ত্রী মমতার শ্রদ্ধাজ্ঞাপন

55 views
A+A-
Reset

সাধারণ থেকে খ্যাতনামী— সকলের প্রিয় ছিলেন জুবিন গার্গ। শুক্রবার আচমকা সেই নক্ষত্রপতন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে চিরতরে হারাল ভারতীয় সঙ্গীত জগত এক জনপ্রিয় গায়ককে। তাঁর মৃত্যুতে স্তব্ধ সঙ্গীতমহল, শোকাবহ পরিবেশ সমগ্র উত্তর-পূর্ব থেকে বাংলায়।

মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যায় এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, “আপনার গান আমাদের জীবনপথে পাথেয়, আমাদের শক্তি। আপনি ছন্দে বিশ্রাম নিন।”

বাংলা সিনেমার একাধিক জনপ্রিয় গানের নেপথ্যশিল্পী ছিলেন জুবিন। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে তাঁর গাওয়া গান আজও সমান জনপ্রিয়। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী আরও লেখেন— “আপনার মিষ্টি গলা আর হার না মানা মনোভাব, আজীবন মনে থেকে যাবে। সঙ্গীত আমাদের লড়াই করতে শেখায়। আমার হারানো বিশ্বাস ফিরে পেতেও সহযোগিতা করে। আপনার গান সেই গোত্রের।”

তিনি এ-ও জানান— “দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর। একইভাবে শিল্পীর মৃত্যু হয়, তাঁর শিল্পের নয়। জুবিনের গান চিরকাল থেকে যাবে শ্রোতাদের হৃদয়ে।”

রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলের শোক

মুখ্যমন্ত্রীর পাশাপাশি শিল্পীর অকাল প্রয়াণে শোক জানিয়েছেন তৃণমূল সাংসদ-অভিনেতা দেব, সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জুবিনের সাদাকালো ছবির নীচে নতমস্তকে শ্রদ্ধা জানিয়ে লেখেন— “জুবিন গার্গের অকালপ্রয়াণ এক গভীর শূন্যতা তৈরি করল। বিরল প্রতিভাধর এক শিল্পী, যাঁর সঙ্গীত সীমানা-ভাষা-প্রজন্মের বেড়া ভেঙে মানুষকে সুর ও আবেগের সুতোয় গেঁথেছে। তাঁর প্রয়াণ অপূরণীয় ক্ষতি।”

তিনি শিল্পীর পরিবার, বন্ধুবান্ধব ও অসংখ্য অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি

অসমের গণ্ডি পেরিয়ে বাংলা ও হিন্দি গানে সমান জনপ্রিয় ছিলেন জুবিন গার্গ। তাঁর কণ্ঠ ও সুরে ভর করে এক প্রজন্ম বড় হয়েছে। গায়কের আকস্মিক প্রয়াণে আজ ভারতীয় সংগীত জগৎ হারাল এক বহুমুখী প্রতিভাকে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.