কলকাতা পুরভোটের প্রচারে শেষ মুহূর্তে ঢেউ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়া থেকে ফিরে বুধবারের পর বৃহস্পতিবারও একাধিক সভা করলেন তৃণমূল নেত্রী।
তবে মমতার এদিনের পুর প্রচারের মধ্যে উল্লেখযোগ্য আলোচনার বিষয় হয়ে উঠেছে কলকাতার এই মুহুর্তের ট্রেডমার্ক নীল সাদা রং। স্বয়ং নেত্রীর বক্তব্য, বাংলার থেকে অনুপ্রেরণা নিয়েই নাকি এবার একই পথে হাঁটতে চলেছে দিল্লি ও মুম্বাই।
বৃহস্পতিবার বাঘাযতীন যুব সংঘের মাঠে দক্ষিণ কলকাতার ১৯টি ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে প্রচার করতে গিয়ে বক্তব্য রাখার সময় বাংলা এবং কলকাতার উন্নয়নের প্রসঙ্গ তোলেন নেত্রী। আর সেখানেই উঠে আসে কলকাতার এই নীল সাদা রং এর বিষয়টি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সৌন্দর্যায়নের স্বার্থে কলকাতায় নীল সাদা রং করিয়েছিলাম। তখন অনেকে ব্যঙ্গ করেছিলেন। আর আজ কলকাতা থেকে অনুপ্রেরণা পেয়ে দিল্লি মুম্বাই শহরও নীল সাদা রং করা হচ্ছে। গোটা দেশের অনুপ্রেরণা এখন কলকাতা এবং বাংলা”