কালীপুজোর আগে কলকাতা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার যুবক!
ডেস্ক: দেশি পিস্তল-সহ মধ্য কলকাতার বউবাজার থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত মহম্মদ মুর্শিদ খান নামে ওই ব্যক্তি বউবাজারের শ্রীনাথ বাবু লেনের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে এই গ্রেফতার করা হয়েছে। রাতে টহল দেওয়ার সময়েই তাকে গ্রেফতার করে পুলিশ।
বউবাজার থানার তরফে জানানো হয়েছে, রবিবার রাতে আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ে মুর্শিদ। রাতে শহরে টহল দিচ্ছিল পুলিশ। ফিয়ার্স লেন ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের তাকে দেখে সন্দেহ হয়। তল্লাশিপর্বে মুর্শিদের পিছনের পকেট থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়। যা প্যান্টের পিছনের দিকে রেখেছিল। আর এর পরেই বছর ৩৫-এর ওই যুবককে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: কলকাতার পারদ নিম্নমুখী, কালীপুজোর আগে হালকা শীতের আমেজ উপভোগ করছে বঙ্গবাসী
অস্ত্র আইনে একটি স্বতোপ্রণোদিত মামলাও করা হয়েছে মুর্শিদের বিরুদ্ধে। কীভাবে এই বন্দুক তার কাছে এল? কী কারণে তা নিয়ে সে রাস্তায় বেরিয়েছিল? তা জানার চেষ্টা করা হচ্ছে।