শুক্রবার ভোরে পূর্ব বর্ধমানের ফাগুপুর এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১০ জন পুণ্যার্থী। গুরুতর জখম হয়েছেন বহু যাত্রী। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর আহতদের জন্য ১ লক্ষ এবং অন্যান্য আহতদের জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা জানান তিনি। স্বাধীনতা দিবসের বিকেলে রাজভবনের চা-চক্র শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
আনুমানিক সকাল ৭টা নাগাদ তারকেশ্বর থেকে আসানসোলগামী একটি বাস জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। তীব্র ধাক্কায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন, যাঁরা সকলেই বিহারের বাসিন্দা। পূজো দিয়ে ফেরার পথেই ঘটে বিপর্যয়।
স্থানীয়দের অভিযোগ, সার্ভিস লেন থাকা সত্ত্বেও জাতীয় সড়কে লরিগুলি নিয়মিত দাঁড়িয়ে থাকে। পুলিশের কোনও নজরদারি নেই বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। শুক্রবারও একইভাবে একটি লরি দাঁড়িয়ে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সজোরে ধাক্কা মারে বলে প্রাথমিক অনুমান। ঘটনায় জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা শুরু করেছে।