প্রথম পাতা খবর বাংলার ভোট পরবর্তী হিংসার তদন্তে বিশেষ ১০৯ জন অফিসার

বাংলার ভোট পরবর্তী হিংসার তদন্তে বিশেষ ১০৯ জন অফিসার

246 views
A+A-
Reset

ডেস্ক: বাংলার ভোট পরবর্তী হিংসার তদন্তে বিশেষ ১০৯ জন অফিসার। তাৎপর্যপূর্ণভাবে এদের মধ্যে শতাধিক অফিসারই ভিন রাজ্যের।চার ইউনিটের আলাদা আলাদা দল গঠন করল সিবিআই (CBI)। প্রত্যেক দলে রয়েছেন ২১ জন অফিসার। নেতৃত্বে থাকছেন একজন জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, ৪ জন এসপি। বৃহস্পতিবারের মধ্যে বাছাই করা অফিসারদের কলকাতায় রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। 


সিবিআই সূত্রের খবর, বাংলায় ৪৩ টি খুন এবং ২৮ টি মহিলাঘটিত অপরাধের মামলা রয়েছে।  তদন্তে রয়েছেন বিশেষ ১০৯ জন অফিসার। তাৎপর্যপূর্ণভাবে এদের মধ্যে শতাধিক অফিসারই ভিন রাজ্যের। লখনউ, পাটনা, দিল্লি, দেহরাদুনের সিবিআই অফিসারদের নিয়ে গড়া হচ্ছে বিশেষ দল। তদন্তে রাজ্যের বাসিন্দা হওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ না আসে, ভিন রাজ্যের অফিসারেই ভরসা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তবে দুজন কলকাতা সিবিআইয়ের এসপি এবং তিন এসআই রয়েছেন। পুরো বিষয়টি দেখবেন ডিআইজি অখিলেশ সিং।

আরও পড়ুন: আফগান ফেরত ৭৮ যাত্রীর মধ্যে করোনায় আক্রান্ত ১৬ জনই, সংস্পর্শে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও!


এ রাজ্যের বাসিন্দা হলে পক্ষপাতিত্ব বা স্বার্থের সংঘাতের অভিযোগ উঠতে পারে। তা আঁচ করে সম্ভবত ভিন রাজ্যের অফিসারদের বাছা হয়েছে। দু’জন কলকাতা সিবিআইয়ের এসপি এবং তিন এসআই রয়েছেন। গোটা বিষয়টি দেখবেন ডিআইজি অখিলেশ সিং।


এদিকে সিবিআইয়ের চিঠি পাওয়ার পর ডিজির নির্দেশে রাজ্যে দায়ের হওয়া ভোট পরবর্তী হিংসার  এফআইআর কপি ও কেস ডিটেইলস সিবিআই দফতরে পৌঁছনো শুরু হয়েছে। ডিজির নির্দেশে সব জেলার এসপি-রা রিপোর্ট পাঠাচ্ছেন।


রাজ্য পুলিশের পাঠানো কেস ডিটেইলস খতিয়ে দেখা শুরু হয়েছে। ভোট পরবর্তী হিংসা মামলায় পাঁচ বিচারপতির আলাদা আলাদা পর্যবেক্ষণ থাকলেও, সকলেই সর্বসম্মতভাবে গুরুতর অভিযোগের তদন্তভার সিবিআইকে দিয়েছেন। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে নির্দেশ আদালতের নজরদারিতে, খুন, ধর্ষণ, ধর্ষণের চেষ্টার অভিযোগের তদন্ত করবে সিবিআই। অনান্য অভিযোগের তদন্ত করবে সিট।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.