প্রথম পাতা খবর সংসদে নজিরবিহীন ঘটনা, ঝামেলার জেরে সাসপেন্ড ১২ সাংসদ

সংসদে নজিরবিহীন ঘটনা, ঝামেলার জেরে সাসপেন্ড ১২ সাংসদ

656 views
A+A-
Reset

ভারতীয় সংসদের ইতিহাসে এটা অবশ্যই একদম নজিরবিহীন। এমন ঘটনার কথা এর আগে কেউ শোনেনি কিংবা দেখেনি। দেশের সংসদে একসঙ্গে সাসপেন্ড এক ডজন সাংসদ।

সংসদের বাদল অধিবেশনে হই-হট্টগোল আর ঝামেলা করার কারণে সংসদের গোটা শীতকালীন অধিবেশন থেকেই সাসপেন্ড করা হল মোট ১২ জন সাংসদকে।

সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছে তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রীর নামও। এছাড়াও তালিকায় কংগ্রেসের ৬ সাংসদ, সিপিআই এর ১ সাংসদ, এবং শিব সেনার ২ সাংসদও রয়েছেন। সংসদের বিগত বাদল অধিবেশনের শেষদিন পেগাসাস ইস্যুতে রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন বিরোধী সাংসদরা। সরকার বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি কাগজ ছিঁড়ে প্রতিবাদও করেন অনেকেই।

ওই সাংসদদের শাস্তির দাবিতে তখন থেকেই সরকারপক্ষ সোচ্চার হয়েছিল এবং ক্রমাগত এই সাংসদদের শাস্তির দাবি জানিয়ে আসছিল।

অবশেষে শীতকালীন অধিবেশনের একেবারে শুরুতেই অভিযুক্ত ওই ১২ সাংসদের শাস্তির দাবি জানিয়ে প্রস্তাব আনা হয় সরকার পক্ষ থেকে।

সরকারপক্ষের সেই দাবি মেনেই এদিন শেষ পর্যন্ত অভিযুক্ত ওই ১২ জন সাংসদকে গোটা শীতকালীন অধিবেশন থেকেই সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। খুব স্বাভাবিকভাবেই এমন সিদ্ধান্তের পর থেকেই সংসদে শুরু হয় তুমুল বিক্ষোভ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.