ডেস্ক: ট্যাঙ্কার এবং বাসের সংঘর্ষে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল রাজস্থানের বারমেরে। বুধবারের ওই দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন মৃত বলেই খবর। আহত বেশ কয়েক জন।
এক যাত্রীর মতে, বাসটি বালোত্রা থেকে সকাল ৯:৫৫ মিনিটে ছেড়ে ছিল। রাস্তার উলটো দিক থেকে আসা ট্যাঙ্কারটি বাসে ধাক্কা মারে। সেই সংঘর্ষে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটিতে আগুন লেগে যায়।
পুলিশ সূত্রে খবর, বারমের জেলার পাঁচপাড্রার কাছে বারমের-জোধপুর হাইওয়েতে একটি ট্যাঙ্কার ট্রেলারের সঙ্গে সংঘর্ষের জেরে বেসরকারি বাসটিতে আগুন ধরে যায়। বাসটিতে অন্তত ২৫ জন যাত্রী ছিলেন। ১২ জনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: বাড়বে তাপমাত্রা, সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা
দুর্ঘটনার পর জেলা প্রশাসন ও পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছোন। দুর্ঘটনাস্থলে পাচপদ্রার বিধায়ক মদন প্রজাপত এবং রাজ্যের পরিবেশ ও বনমন্ত্রী সুখরাম বিষ্ণোই উপস্থিত ছিলেন। তবে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানিয়েছে পুলিশ।