কলকাতা: আর ১৮-র জন্য অপেক্ষা নয়, এ বার ১৭ বছর বয়স হলেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার আবেদন জানানো যাবে। বুধবার, ১৩তম জাতীয় ভোটার দিবসে ঘোষণা করল নির্বাচন কমিশন।
এ দিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, নতুন ভোটারদের জন্য প্রি-রেজিস্ট্রেশন সিস্টেম শুরু করা হয়েছে। ১৭ বছর বয়স হলেই রেজিস্ট্রেশন করা যাবে।
অর্থাৎ, ভোটার হওয়ার জন্য আগাম আবেদনের ব্যবস্থা শুরু করল কমিশন। এর ফলে ১৮ বছর হলেই আগাম আবেদনকারীরা ভোটার হয়ে যাবেন। নতুন ভোটারদের বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে যাবে ভোটার কার্ড।
মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, “নতুন ভোটারদের উৎসাহিত করতেই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ।” এত দিন, যে কোনো বছরের ১ জানুয়ারির মধ্যে বয়স আঠারো হলে তবেই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানানো যেত। নতুন এই ব্যবস্থায় সারা দেশে এখনও পর্যন্ত ১৭ লক্ষ আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।