কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ এক তারকা-সহ দুই বিজেপি বিধায়কের! এর পরই ওই দুই বিধায়কের দলবদলের জোর জল্পনা রাজ্য-রাজনীতিতে।
সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের এক তারকা বিধায়ক গিয়েছেন অভিষেকের অফিসে। আর একজন উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক। যদিও এ বিষয়ে দুই দলের তরফেই স্পষ্টভাবে এখনও কোনো তথ্য মেলেনি।
কয়েক দিন ধরেই বিজেপির তরফে দাবি করা হয়েছে, তৃণমূলের বেশ কয়েক জন বিধায়ক যোগাযোগ রাখছেন গেরুয়া শিবিরের সঙ্গে। অন্য দিকে, খোদ অভিষেক ইঙ্গিত দিয়েছিলেন, দরজা খুললে একেবারে স্রোতের মতো তৃণমূলে এসে জড়ো হবেন বিজেপির নেতা-কর্মীরা।
এখন অভিষেকের সঙ্গে বিজেপি বিধায়কদের সাক্ষাতে মোটের উপর স্পষ্ট, নতুন বছরেই বাংলায় ফের ধাক্কা খেতে চলেছে গেরুয়া শিবির। ওই দুই বিধায়ক তৃণমূলে যোগ দিলে আরও দুই কমে যাবে বিজেপির।