প্রথম পাতা খবর নতুন করে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব KIFF-2022

নতুন করে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব KIFF-2022

427 views
A+A-
Reset

সদ্য সফল ও সুষ্ঠুভাবে শেষ কলকাতা বইমেলা। আর কলকাতা বইমেলার সাফল্যে ভর করেই এবার ফের শুরু হতে চলেছে করোনার কারণে থমকে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ ।

করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় হঠাৎ করেই থমকে গিয়েছিল এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। একের পর এক আক্রান্ত হয়ে পড়েছিলেন এই উৎসবের সঙ্গে জড়িত একাধিক কর্মকর্তা, শিল্পী কিংবা কর্মী। করোনা আক্রান্ত হয়েছিলেন সভাপতি রাজ চক্রবর্তীও।

তবে এই মুহূর্তে সারা দেশ জুড়েই অনেকটাই কমেছে করোনার প্রকোপ। আর এই প্রকোপ কিছুটা কমার কারণেই আবারও নতুন করে স্থির করা হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন সূচি।

আপাতত সিদ্ধান্ত হয়েছে, ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে ২৫ এপ্রিল, আর এই চলচ্চিত্র উৎসবের শেষ হবে আগামী ১ মে।

তবে এখনও পর্যন্ত যা স্থির হয়েছে সেই অনুযায়ী এবার আর নবান্ন থেকে নয়, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে নজরুল মঞ্চ থেকেই। উল্লেখ্য, করোনার কারণে থমকে যাওয়া এই চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার কথা ছিল গত ৭ জানুয়ারি আর শেষ হওয়ার কথা ছিল ১৪ জানুয়ারী।

সেইমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন উৎসব হবে তবে সীমিত পরিসরে। ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক বৈঠকেরও। কিন্তু উৎসব শুরু হওয়ার দিন দিয়েক আগেই সস্ত্রীক করোনা আক্রান্ত হন রাজ। আক্রান্ত হন পরমব্রত চট্টোপাধ্যায়ও। এর পরেই উদ্যোক্তাদের তরফে এক বিবৃতি প্রকাশ করে চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়।

তবে অবশেষে হতে চলেছে সমস্ত সমস্যার অবসান। আবারও সিনেপ্রেমীদের জন্য দেশবিদেশে নানা ধরনের ছবির পসরা সাজিয়ে হাজির হতে চলেছে চলচ্চিত্র উৎসব। সদ্য বইমেলা শেষ হয়েছে। বইমেলায় এবার রেকর্ড বই বিক্রি হয়েছে। এবার পালা সিনেমা। কৃষ্টিপ্রেমী বাঙালি তা কতটা সাদরে গ্রহণ করে এখন সেটাই দেখার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.