জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে ২৯ জনের মৃত্যু, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে রাজ্য সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মৃত্যুর ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে মৃতদের পরিবারের জন্য দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, “জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এর ফলস্বরূপ ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে তাদের প্রত্যেককে দু’লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে।”

জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি মূলত আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে শুরু হয়েছিল। গত এক মাসেরও বেশি সময় ধরে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এর অংশ হিসেবে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন। বর্তমানে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে তারা ধর্নায় বসে রয়েছেন। শুক্রবার তাদের এই ধর্নার চতুর্থ দিন।

রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনে শামিল হয়েছেন, যার ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় চরম অচলাবস্থা দেখা দিয়েছে বলে দাবি রাজ্য প্রশাসনের। একই সঙ্গে রাজ্য সরকার সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তবে এখনো পর্যন্ত সমঝোতার কোনো পথ খুঁজে পাওয়া যায়নি।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে