জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের দাচিগাম জঙ্গলে ভারতীয় সেনা ও পুলিশের যৌথ অভিযানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তিন জঙ্গির। সেনার চিনার কোর জানিয়েছে, ‘অপারেশন মহাদেব’ নামের একটি গোপন অভিযানের অংশ হিসেবেই এই সংঘর্ষ ঘটে। অভিযান এখনও চলছে বলে সেনা সূত্রে খবর।
সোমবার সকালে দাচিগাম জঙ্গলে গুলির শব্দ শোনা যায়। সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে সকাল ১১টা নাগাদ এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ। সংঘর্ষে তিন জন জঙ্গি নিহত হয়। তাঁদের নাগরিকত্ব ভারতীয় নয় বলেই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। গোয়েন্দাদের দাবি, পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লশকর-এ-তৈবার সঙ্গে এই জঙ্গিদের যোগ ছিল।
অভিযানের সময় ড্রোনের মাধ্যমে সংঘর্ষস্থলের ছবি তোলা হয়। সেই ছবির ভিত্তিতে জঙ্গিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। জাতীয় তদন্ত সংস্থার (NIA) হেফাজতে থাকা দুই সন্দেহভাজনকে সেই ছবি দেখানো হতে পারে বলে সূত্রের খবর।
যদিও কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছিল, নিহত জঙ্গিরা সম্প্রতি পহেলগাঁওয়ে সেনা কনভয়ে হামলার সঙ্গে যুক্ত ছিল, কিন্তু সেনা ও গোয়েন্দা সূত্র এই দাবি নাকচ করেছে। তাদের বক্তব্য, এই তিন জঙ্গির সঙ্গে পহেলগাঁও হামলার সরাসরি কোনও যোগ নেই।
তবে এই অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সেনা। সূত্রের দাবি, সম্প্রতি প্রায় ১৫০ জন জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে এবং তারা দাচিগাম-সহ পার্শ্ববর্তী এলাকায় লুকিয়ে রয়েছে। সেই বৃহত্তর জঙ্গি নেটওয়ার্ককে ধরতেই শুরু হয়েছে এই বিশেষ অভিযান।
শেষ পাওয়া খবরে, দাচিগাম জঙ্গলে এখনও চিরুনি তল্লাশি চলছে এবং অস্ত্র উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সেনা।