বসিরহাটে তৃণমূল কর্মীকে নৃশংস ভাবে খুন। উত্তর ২৪ পরগনার গোটরা পঞ্চায়েতের ঘোনা গ্রামে সোমবার রাতে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম আনোয়ার হোসেন গাজি (২৪)।
পরিবারের দাবি, স্থানীয় দুষ্কৃতীরাই আনোয়ারকে হত্যা করেছে। ঘটনার পর চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার রাতে একটি চায়ের দোকানে বসেছিলেন আনোয়ার। সেই সময় দুষ্কৃতীদের একদল তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় ও গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতের কাকা ফজর আলি গাজির সন্দেহ, গ্রামেই দুষ্কৃতীদের হাত রয়েছে এই খুনের পেছনে। তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয়।
তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিম জানিয়েছেন, নিহত যুবক তাঁদের দলের কর্মী ছিলেন। তিনি বলেন, “এই ঘটনার পূর্ণ তদন্ত হোক, পুলিশে আমাদের আস্থা আছে। বসিরহাটে দুষ্কৃতীদের ছাড় দেওয়া হবে না।”
পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান জানিয়েছেন, এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।