প্রথম পাতা খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধি, বিজ্ঞপ্তি জারি নবান্নের

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধি, বিজ্ঞপ্তি জারি নবান্নের

259 views
A+A-
Reset

১ এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) ৪ শতাংশ বৃদ্ধি পাবে। মঙ্গলবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নবান্ন। সরকারি কর্মচারী, অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভার সংস্থা, পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য সরকারি সংস্থার কর্মচারীরা এই সুবিধা পাবেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যারা পঞ্চম বেতন কমিশনের আওতায় রয়েছেন, তাদের মহার্ঘ ভাতা ১৬১ শতাংশ থেকে বাড়িয়ে ১৭১ শতাংশ করা হয়েছে। একইভাবে, রোপা-২০০৯ অনুযায়ী পেনশনপ্রাপ্তদেরও মহার্ঘ ভাতা ১৭১ শতাংশ হবে।

এছাড়া, নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত শ্রমিকদের মজুরি ২২ টাকা বাড়ানো হবে, যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন। উল্লেখযোগ্য যে, চলতি বছরের রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা পান, যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ছিল ১৪ শতাংশ। নতুন বৃদ্ধির ফলে কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতার পার্থক্য কমে ৩৫ শতাংশে নেমে এসেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.