কলকাতা: আসন্ন কালীপুজো উপলক্ষে আগামী শুক্রবার থেকেই শহরের চারটি স্থানে পুলিশের উদ্যোগে বৈধ বাজি বাজার বসতে চলেছে। এই বাজারগুলিতে শুধুমাত্র সবুজ বাজি বিক্রি করার অনুমতি থাকবে, এবং বাজির শব্দমাত্রা ১২৫ ডেসিবেলের মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এত দিন ধরে বেহালা, কালিকাপুর, টালা, এবং ময়দানে বৈধ বাজি বাজার বসতো পুলিশের তত্ত্বাবধানে। বাজি বিক্রির আগে টালা পার্কে পরীক্ষার মাধ্যমে কোন বাজি বিক্রি হবে তা নির্ধারণ করা হয়। এরই মধ্যে এ বারের বাজারে বিক্রি হওয়া বাজি পরীক্ষা নিয়ে বিতর্ক বেঁধেছিল।
পরিবেশকর্মী নব দত্ত, ‘সবুজ মঞ্চ’-এর আহ্বায়ক, এই সিদ্ধান্তের বিরোধিতা করে জানিয়েছেন যে, বাজি পরীক্ষা না হলে বেআইনি বাজি ঢুকে পড়ার আশঙ্কা থেকেই যায়। ২৪ অক্টোবর নাগরিক কনভেনশনের ডাক দিয়ে তিনি বলেছেন, “বাইরে থেকে যে বাজি আসছে তা কি আদৌ ১২৫ ডেসিবেলের মধ্যে রয়েছে?”
এদিকে, বাজি ব্যবসায়ীরা এ বছর বৈধ সবুজ বাজি বাজারের জন্য প্রস্তুতি শুরু করেছেন। তবে পরিবেশকর্মীরা আরও কড়া পরীক্ষার দাবি তুলছেন, যাতে বেআইনি বাজি বিক্রি রোধ করা যায় এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখা হয়।
বাজারগুলোতে কোন বাজি বিক্রি করা হবে না, তা নিয়েও পুলিশ সবরকম সতর্কতা গ্রহণ করেছে। বাজির মান ও শব্দমাত্রা নিশ্চিত করার জন্য প্রশাসন থেকেও এ বার কড়া অবস্থান নেওয়া হয়েছে।