প্রথম পাতা খবর মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডারে বিস্ফোরণ, জয়নগরে অন্তত ৪ জনের মৃত্যু

মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডারে বিস্ফোরণ, জয়নগরে অন্তত ৪ জনের মৃত্যু

370 views
A+A-
Reset

জয়নগর: দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে গ্যাস বেলুন ফোলানোর সিলিন্ডার ফেটে মর্মান্তিক দুর্ঘটনা। সিলিন্ডার বিস্ফোরণের জেরে মৃত্যু হল অন্তত চারজনের। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও অন্তত ১০ জন। মৃতদের মধ্যে এক কিশোর এবং গ্যাস বেলুন বিক্রেতাও রয়েছেন।

ঘ‌টনায় প্রকাশ, রবিবার সন্ধ্যায় সেখানে জমজমাট অনুষ্ঠানের আসর বসেছিল জয়নগরের রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাটরা গ্রামে। সেই উপলক্ষে রাস্তার ধারে বসেছিল দোকান, প্রচুর জনসমাগম হয়। সেখানেই রাস্তার ধারে বিভিন্ন ধরনের দোকানও বসেছিল৷ তারই মধ্যে গ্যাস বেলুন বিক্রি করছিলেন মুচিরাম হালদার নামে এক ব্যক্তি।

রাত ১০টার ১০ মিনিট নাগাদ হঠাৎ ওই রাস্তায় গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। দুর্ঘটনায় গ্যাস বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে। তাঁর নাম মুচিরাম মণ্ডল (৩৫)। এ ছাড়া, বিস্ফোরণে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন কুতুবউদ্দিন মিস্ত্রি (৩৫), শাহিন মোল্লা (১৩) এবং আবির গাজি (৮)।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর এবং বকুলতলা থানার বিশাল পুলিশ বাহিনী। সোমবার সকালেও ঘটনাস্থলে চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখা যায়৷ কীভাবে দুর্ঘটনা ঘটল, পুলিশ তার তদন্ত শুরু করেছে। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.