দেরহাদুন: গতকাল সকাল থেকে উত্তরাখণ্ডে একটি সুড়ঙ্গের মধ্যে আটকে পড়া ৪০ জন শ্রমিককে উদ্ধার করার জন্য একটি যৌথ অভিযান চালানো হচ্ছে।
উত্তরকাশী জেলার ব্রহ্মখাল-যমুনোত্রী জাতীয় সড়কে একটি নির্মাণাধীন সুড়ঙ্গে গতকাল সকাল ৫টার দিকে আংশিকভাবে ভেঙে পড়ে, যার ফলে ৪০ জন শ্রমিক ভিতরে আটকা পড়েন।
উদ্ধার অভিযান পরিচালনা করছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্স (এসডিআরএফ) এবং পুলিশ।
উত্তরাখণ্ডের রাজ্য় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মী দুর্গেশ রাঠোদি বলেন, “কমপক্ষে ৪০ থেকে ৪১ জন শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যে দিয়েই অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। পাহাড় থেকে নতুন করে ধস নামায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।”
এসডিআরএফের তরফে জানানো হয়েছে, সুড়ঙ্গের একটি অংশ সম্পূর্ণ আটকে রয়েছে ভেঙে পড়া পাথর, সিমেন্টের চাঁইয়ে। ওই অংশেই শ্রমিকেরা আটকে রয়েছেন বলে আশঙ্কা। সেখানে পাইপের মাধ্যমে অক্সিজেন পাঠানো হচ্ছে। আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি এখনও অবধি।