কলকাতা: রাজ্যে ফের করোনার হদিশ মিলল। এমনিতে দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। এরই মধ্যে রাজ্যে আবারও করোনা সংক্রমণ শুরু হয়েছে ৷ বর্তমানে পাঁচ জন কোভিড পজিটিভ রয়েছেন। তাঁদের মধ্যে তিন জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি দু’জন রয়েছেন হোম আইসোলেশনে।
জানা গিয়েছে, হাসপাতালে ভর্চি পাঁচ জন কোভিড আক্রান্তের মধ্যে রয়েছে বিহারের ৬ মাসের এক শিশুও। মেডিক্যাল কলেজে ভর্তি ওই শিশু। বাকি দু’জন কলকাতার দুই বেসরকারি হাসপাতালে ভর্তি। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হচ্ছে কল্যাণীর ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে।
বেশ কিছুদিন ধরেই কোভিড সংক্রমণ নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। সিঙ্গাপুরে এবং বেশ কিছু দেশে নতুন করে বাড়তে শুরু করেছে কোভিড সংক্রমণ। দাপট দেখাচ্ছে করোনার নতুন উপরূপ JN.1 সম্প্রতি কেরলেও খোঁজ পাওয়া গিয়েছে এই ভ্যারিয়েন্টের। তারপর থেকেই ক্রমশ বাড়ছে উদ্বেগ।
সম্প্রতি কেরলে করোনার গ্রাফ সামান্য উর্ধ্বমুখী হতে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য মন্ত্রকের কপালেও। কেন্দ্রের থেকে ইতিমধ্যেই কোভিড নিয়ে গাইডলাইন পাঠানো হয়েছে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে। নবান্নেও এসেছে স্বাস্থ্য মন্ত্রকের সেই চিঠি। এরপরই বুধবার বাংলার করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের কর্তারা। বৈঠকে রাজ্যজুড়ে করোনা পরিস্থিতির উপর নজরদারি আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল।