শ্রীনগর: বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরের পুঞ্চে সেনাবাহিনীর একটি গাড়িতে সন্ত্রাসবাদী হামলায় পাঁচ সেনা নিহত এবং অন্য একজন গুরুতর আহত হয়েছেন।
প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছিল, বজ্রপাতের জেরে গাড়িতে আগুন ধরে গিয়েছিল। তবে পরে জানা যায়, বজ্রপাত নয়স সেনার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছিল শক্তিশালী গ্রেনেড। যার জেরে গাড়িতে আগুন লেগে যায়।
সেনা বাহিনীর তরফে বিবৃতি জারি করে জানানো হল যে দুর্ঘটনা নয়, নাশকতামূলক হামলা চালানো হয়েছে। পুঞ্চের মান্ধার এলাকায় সেনার গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। বিস্ফোরণের জেরে গাড়িতে আগুন ধরে যায়, বিস্ফোরণের আঘাতে ও অগ্নিদ্বগ্ধ হয়ে পাঁচ জন জওয়ানের মৃত্যু হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, ভীমবার গলি এলাকার কাছে বৃহস্পতিবার বিকেল ৩টা নাগাদ জঙ্গিরা গাড়িটিতে গ্রেনেড হামলা চালায়, যে কারণে তাতে আগুন ধরে যায়।