কলকাতা: মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা গণ ইস্তফা দিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়ে তাঁরা এই ইস্তফা জানান। চিঠিতে সিনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, জুনিয়র চিকিৎসকদের দাবিদাওয়ার সমর্থনে এবং সরকারের তরফে দ্রুত পদক্ষেপের আশায় তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্রের খবর, শুধু আরজি করই নয়, এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরাও শীঘ্রই পথে নামতে পারেন। যদিও এই ইস্তফা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে। অনেকেই মনে করছেন, এটি মূলত প্রতীকী প্রতিবাদের একটি ধরণ, যা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রতি সমর্থন জানাতে তৈরি হয়েছে। তবে এত সংখ্যক চিকিৎসক একসঙ্গে ইস্তফা দিলে হাসপাতালের পরিষেবা কতটা ব্যাহত হবে, তা নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে।
জানা গিয়েছে, এ হেন পরিস্থিতিতে অচলাবস্থা কাটাতে এ বার নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব মনোজ পন্থ। বৈঠকে থাকতে পারেন স্বাস্থ্যসচিবও।