315
আজ, মঙ্গলবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণের ফলে ৬ জন সেনা আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ এক সেনা অসাবধানতাবশত ল্যান্ডমাইনের উপর পা রাখেন, যার ফলে বিস্ফোরণ ঘটে।
আহত সেনাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাঁদের অবস্থা স্থিতিশীল বলে খবর পাওয়া গিয়েছে।
জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলিতে অনুপ্রবেশ প্রতিরোধের জন্য সাধারণত ল্যান্ডমাইন পাতা থাকে। এই দুর্ঘটনার কারণ তেমনই কিছু হতে পার বলে মনে করা হচ্ছে।