প্রথম পাতা খবর দিল্লির মতোই মর্মান্তিক ঘটনা বিহারে, সত্তরোর্ধ্বকে টেনেহিঁচড়ে ৮ কিলোমিটার ছুটল গাড়ি!

দিল্লির মতোই মর্মান্তিক ঘটনা বিহারে, সত্তরোর্ধ্বকে টেনেহিঁচড়ে ৮ কিলোমিটার ছুটল গাড়ি!

295 views
A+A-
Reset

দিল্লির ঘটনার পুনরাবৃত্তি ঘটল এ বার বিহারে। ৭০ বছরের বৃদ্ধকে টেনেহিঁচড়ে নিয়ে গেল গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বৃদ্ধের। ঘাতক গাড়িটিকে আটক করতে পারলেও চালক ও আরোহীরা পলাতক।

কোতওয়া থানা এলাকার বাঙরা গ্রামের বাসিন্দা ৭০ বছরের শঙ্কর চৌধুরি জাতীয় সড়ক পেরোচ্ছিলেন সাইকেলে। সেই সময় তাঁকে ধাক্কা মারে দ্রুত একটি গতির গাড়ি। ধাক্কা খেয়ে গাড়ির বনেটেই আটকে যান সত্তরোর্ধ্ব।

ঘটনায় প্রকাশ, এই অবস্থাতেই ঝড়ের গতিতে গাড়ি এগিয়ে যায়। গাড়ি থামাতে বলে চিৎকার করতে থাকেন বৃদ্ধ। এমনকী রাস্তার ধারের প্রত্যক্ষদর্শীরাই গাড়ির চালককে বারবার গাড়ি থামিয়ে দেওয়ার অনুরোধ জানায়। কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। একই গতিতে চলতে থাকে গাড়ি। শেষমেশ চালক যখন বুঝতে পারেন তাঁকে অনেকে ধাওয়া করেছেন, তখন কদম চকের কাছে গিয়ে ব্রেক কষেন। আর তাতেই পড়ে যান বৃদ্ধ।

এর পর গাড়ি থামানো তো দূর অস্ত, চালক গতি আরও বাড়িয়ে শঙ্করের উপরেই তুলে দেন গাড়ি এবং পালান। যন্ত্রণায় ছটফট করতে থাকেন শঙ্কর। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন বৃদ্ধ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। গাড়ির মালিককেও খুঁজছে পুলিশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.