তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা উপদ্বীপ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৭, যা সাম্প্রতিককালে ওই অঞ্চলের মধ্যে অন্যতম শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা ২৫ মিনিট নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত রাশিয়া থেকে কোনও ক্ষয়ক্ষতির খবর না মিললেও, সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। এদিকে, ভূকম্পনের পরপরই জাপান ও আমেরিকার হাওয়াই দ্বীপে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল জাপানের হোক্কাইডো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে হলেও, উপকূলীয় এলাকায় এক মিটার পর্যন্ত ঢেউ উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপকূলবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে। ভূ-পৃষ্ঠের এত কাছাকাছি উৎসস্থল হওয়ায় সুনামির আশঙ্কা আরও জোরদার হয়েছে।
প্রসঙ্গত, কামচাটকা অঞ্চলে জুলাই মাসের শুরুতেও একাধিক ভূমিকম্প হয়েছিল। এর মধ্যে সবচেয়ে তীব্র ছিল ৭.৪ মাত্রার। তবে শুক্রবারের কম্পন সেই রেকর্ড ভেঙে দিয়েছে। উল্লেখযোগ্য, ১৯৫২ সালের ৪ নভেম্বর কামচাটকায় রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ঘটনায় হাওয়াই উপকূলে প্রায় ৩০ ফুট উচ্চতার ঢেউ দেখা গিয়েছিল, যদিও প্রাণহানি হয়নি।