প্রথম পাতা খবর চন্দ্রবাবু নাইডুর রোড শো’য়ে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৮

চন্দ্রবাবু নাইডুর রোড শো’য়ে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৮

247 views
A+A-
Reset

হায়দরবাদ: অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা। নেলোর জেলার কান্দুকুরে তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর একটি রোড শো চলাকালীন চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এর জেরে বুধবার (২৮ ডিসেম্বর) ঘটে যায় চরম অঘটন। পদপিষ্ট হয়ে অন্তত আট জনের মৃত্যুর খবর এসেছে।

ঘটনায় প্রকাশ, রোড শো-এর মাঝপথে একটি ড্রেনেজ খালের পাশে, তেলুগু দেশম পার্টির প্রধান নিজের কনভয় থামিয়ে ভাষণ দিতে শুরু করেছিলেন। সেই সময় আচমকাই শুরু হয়ে বিশৃঙ্খলা। পুলিশ জানিয়েছে, সভাস্থলে বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছিলেন। সেই সময় ওই ড্রেনে পড়ে গিয়েছিলেন অনেকে। বহু আহতও হন। মৃত্যু হয়েছে ৮ জনের।

এই ঘটনার পর সঙ্গে সঙ্গে সভা বন্ধ করেন চন্দ্রবাবু নাইডু। তারপর আহতদের দেখতে ছুটে যান হাসপাতালে। সেখানে মৃতদের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। যদিও হাসপাতাল সূত্রে খবর, আহতদের অবস্থা সঙ্কটজনক নয়। মৃতদের আত্মীয়দের জন্য তিনি ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

আহতরা যাতে উন্নত মানের চিকিৎসা সুবিধা পায়, তা নিশ্চিত করতে বার্তাও দিয়েছেন চন্দ্রবাবু নাইডু। তেলুগু দেশম পার্টির পক্ষ থেকে আরও বলা হয়েছে, দল আহত কর্মীদের পাশে দাঁড়িয়েছে। হতাহতদের সন্তানদের এনটিআর ট্রাস্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.