ডেস্ক: বিমানে উঠেই ভারতের জয়ধ্বনি দিয়ে উঠলেন আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়রা। কাবুলে আটকে পড়া ৮৭ জন ভারতীয় অবশেষে দেশে ফিরলেন। একই বিমানে কাবুল থেকে দিল্লি পৌঁছেছেন নেপালের ২ জন নাগরিকও। কাবুল বিমানবন্দরের টারম্যাকে বহু লোকের ভিড়। ফলে সেখানে বড় বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে। ভারত সরকার সিদ্ধান্ত নেয়, ছোট বিমানে কাবুল থেকে ভারতীয়দের তাজিকিস্তানের দুসানবে-তে আনা হবে। সেখান থেকে তাঁদের ফেরানো হবে দেশে।
তবে এখনও কাবুলে আটকে প্রায় হাজারের উপরে ভারতীয়। তাদের মধ্যে ৩০০ জনকে রবিবারই দেশে ফেরানো হতে পারে বলে খবর। আফগানিস্তান তাবিলানি দখলে চলে যাওয়ার পর থেকেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেখানে। এমতাবস্থায় সেখানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে তৎপর দিল্লি।
আরও পড়ুন: ১১বিরোধী দলের ১১ দিন ধরে ১১টি দাবিতে দেশ জোড়া প্রতিবাদ
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সেই উদ্ধারকার্যের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন। তাঁর পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ‘ভারত মাতা কি জয়’ বলতে বলতে ফিরছেন ভারতীয়রা। জানা গিয়েছে, আফগানিস্তানের দূতাবাসের সব কর্মীকে ইতিমধ্যেই ফিরিয়ে এনেছে ভারত। তবে এখনও সে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে হাজার খানেক ভারতীয়। সরকারি নির্দেশিকা মেনে ভারতে পৌঁছনোর পরই ওই ভারতীয়দের আরটি-পিসিআর টেস্ট করা হবে।