প্রথম পাতা খবর প্রবল বৃষ্টিতে ভাসছে কেরলের বিস্তীর্ণ অংশ, মৃত ১৮

প্রবল বৃষ্টিতে ভাসছে কেরলের বিস্তীর্ণ অংশ, মৃত ১৮

304 views
A+A-
Reset

ডেস্ক: প্রবল বৃষ্টিতে ভাসছে কেরলের বিস্তীর্ণ অংশ। ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে কেরলে মৃত্যু হয়েছে ১৮ জনের। তাছাড়া কয়েক ডজন মানুষ এখনও নিখোঁজ সেখানে। এই পরিস্থিতিতে ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা পূর্ণ শক্তি নিয়ে উদ্ধারকাজে ঝাঁপিয়েছে।  একাধিক জেলায় প্রবল বৃষ্টির জন্য লাল ও কমলা সতর্কতা (Alert) জারি করা হয়েছিল আগেই, তা সত্ত্বেও একের পর এক মৃত্যু থামছে না কেরলে। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত থেকেই কেরলের একাধিক জেলাতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সেই কারণেই একাধিক বাঁধের লকগেট খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে কেরলেপ এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিচূড়, কোট্টায়াম, পত্থনমথিট্টা, পলক্কড় জেলায়। কমলা সতর্কতা জারি করা হয়েছে তিরুঅনন্তপুরম, আলপ্পুঝা, মলপ্পুরম, কোঝিকোড়, কোল্লাম, ও ওয়ানাড় জেলায়।

আরও পড়ুন: সভাপতির পদে ফিরছেন রাহুল গান্ধী! ‘আমিই পূর্ণ সময়ের সভানেত্রী’, বিক্ষুব্ধদের কড়া বার্তা সনিয়ার


জলমগ্ন রাস্তায় যাত্রীসহ আটকে পড়েছে বাস। অনেক জায়গায় আটকে পড়েছে গাড়িও। অপর একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে কোট্টায়ামের প্রত্যন্ত অঞ্চলে একটি গাড়ি বেশ কয়েকজন মিলে ঠেলে বের করার চেষ্টা করছে। প্রায় হাঁটু জলে আটকে রয়েছে পড়েছিল সেই গাড়িটি। 


কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, কোথাও কোথাও পরিস্থিতি বেশ উদ্বেগজনক। তিনি বলেন, মানুষের প্রাণ রক্ষা করতে আমরা সবরকমের চেষ্টা করব। সেনাবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনার কাছেও সাহায্য় করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই একটি জরুরি বৈঠকএ সেরেছেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.