উত্তর কলকাতায় আহিরীটোলা পূজা মণ্ডপে সন্ধ্যায় জনস্রোত। ছবি: রাজীব বসু
কলকাতা: পুজোর আবহাওয়ায় স্বস্তির খবর, বুধবার হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম
পুজোর আনন্দে মেতে ওঠার আগে রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর শোনাচ্ছে হাওয়া অফিস। বুধবার, ৯ অক্টোবর, কলকাতা ও সংলগ্ন এলাকায় কিছু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাই পুজো উদযাপনে তেমন কোনও বাঁধা আসার সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করছে আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পর্যন্ত কোনও ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। পুজোর প্রথম দুই দিন—ষষ্ঠী ও সপ্তমী—মোটামুটি ভালো আবহাওয়াতেই কাটবে বলে মনে করা হচ্ছে। যদিও কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরিয়ে ফিরিয়ে কিছু জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে, তা পুজোর উদযাপনকে ব্যাহত করবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে মহাষ্টমী ও নবমী অর্থাৎ ১১ ও ১২ অক্টোবর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বাড়তে পারে। এই সময় থেকে আবহাওয়ার অবনতি হতে পারে এবং বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ফলে পুজোর শেষ পর্বে বৃষ্টির ছোঁয়া পেতে পারে শহর।
তবে মোটের ওপর, ষষ্ঠী থেকে সপ্তমী পর্যন্ত পুজোর প্রথম কয়েকদিন আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে। পুজোর আনন্দ উপভোগ করতে বাঙালির মনে তাই এই মুহূর্তে কোনও দুশ্চিন্তা নেই।