প্রথম পাতা খবর পাহাড়ের রাজনীতিতে নয়া মোড়, আজই কি গুরুং-মোর্চায় তামাং যোগ?

পাহাড়ের রাজনীতিতে নয়া মোড়, আজই কি গুরুং-মোর্চায় তামাং যোগ?

336 views
A+A-
Reset

ডেস্ক: পাহাড়ের রাজনীতিতে নয়া মোড়। সংঘাতের চরাই উতরাই অতীত। আবারও কাছাকাছি বিমল গুরুং-বিনয় তামাং।  জিটিআই গেস্ট হাউজ়ে বৈঠকের পর একসঙ্গে পথ চলার ঘোষণা করেছেন তামাং। আজই রয়েছে গুরুং-মোর্চায় যোগের সম্ভাবনাও।


আজ থেকে পাহাড়ের রাজনীতিতে ভিন্ন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত রয়েছে। আজ, বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করবেন বিমল গুরং। মনে করা হচ্ছে, দূরত্ব ভুলে ফের এক সঙ্গে হাতে হাত মেলাবেন বিনয় তামাং। বিমল-বিনয় যেমন দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি আসছেন তেমনই আবার একদা বিজেপির ছত্রছায়ায় থাকা গুরুং আরও দূরত্ব বাড়াতে চাইছেন বিজেপির সঙ্গে।


তবে বৈঠকের বিষয়ে চুপ থাকলেও বিমল গুরুং দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠকে যাবেন না জানিয়ে বলেন, “কেন্দ্রীয় সরকার পাহাড়ের মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে ত্রিপাক্ষিক বৈঠকের কথা বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে বলেছিলেন পাহাড়ের ১১টি জনজাতিকে তফসিল তালিকাভুক্ত করবেন। কিন্তু এখনও তা হয়নি। এই কেন্দ্র সরকার শুধুমাত্র আশ্বাস ও ভাষণ দেয়।” 
যদিও বিমন তামাং বলেন, “পাহাড়ের মানুষের ভবিষ্যত নিয়েই দুজনের কথা হয়েছে। গোর্খাদের নিয়ে কথা হয়েছে। আমাদের মধ্যে কিছু মত আলাদ ছিল। তবে গোর্খাদের সমস্যা নিয়ে একসঙ্গেই কাজ করার ইচ্ছা রয়েছে।”

আরও পড়ুন: ‘কণ্ঠরোধের চেষ্টা করছে কেন্দ্র’, দলের অ্যাকাউন্ট ব্লকের দাবি কংগ্রেসের


গুরুং ও তামাং যে নৈকট্য বাড়াচ্ছেন তা স্পষ্ট হচ্ছিল, বিনয় তাঁর নামে পরিচিত মোর্চা ছেড়ে যাওয়ার দিন গুরুংয়ের ভূয়সী প্রশংসার পাশাপাশি তাঁদের পতাকা ফেরত দেওয়ায়। এরপরই জল্পনা শুরু হয় পাহাড়ে। কিন্তু বিনয় তামাং এতদিন কিছুই স্পষ্ট করছিলেন না। এদিকে বিমল গুরুংয়ের সুরে তিনিও পাহাড়ের সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজনকে কটাক্ষ করেছিলেন। তখনই কিছুটা আন্দাজ হচ্ছিল, বিনয় তামাংয়ের ঘরে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.