344
কলকাতা: আনন্দপুরে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধার। বুধবার সকালে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য একাকায়।
বুধবার সকালে আনন্দপুর এলাকা থেকে এক মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মহিলাকে খুন করা হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট সামনে না আসা পর্যন্ত এই নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলেই জানাচ্ছেন তদন্তকারীরা।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, উদ্ধার হওয়া মৃতদেহের বিভিন্ন জায়গায়, মাথায় আঘাতের চিহ্ন ছিল। সকাল ৬টা নাগাদ দেহ দেখতে পান তাঁরা। এরপর আনন্দপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।