প্রথম পাতা খবর মহিলা সাংবাদিককে শারীরিক ‘হেনস্তা’র অভিযোগ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে

মহিলা সাংবাদিককে শারীরিক ‘হেনস্তা’র অভিযোগ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে

247 views
A+A-
Reset

কলকাতা: সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এবার শ্লীলতাহানি ও হেনস্থা করার অভিযোগ তুললেন এক মহিলা সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে হেনস্থার ঘটনার বিবরণ দেন ওই মহিলা সাংবাদিক।

মহিলা সাংবাদিক রবিবার দুপুরে ফেসবুক লাইভ করে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন। ওই সাংবাদিক জানান, সকালে তিনি তন্ময় ভট্টাচার্যের বাড়ি যান সাক্ষাৎকার নিতে। তখন সিপিএম নেতা তাঁর কোলে বসে পড়েন।

সাংবাদিকের অভিযোগ, আগেও তন্ময় ভট্টাচার্য তাঁর সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন, কিন্তু আজকের ঘটনা সমস্ত সীমা ছাড়িয়ে গেছে বলে তাঁর দাবি। এ বিষয়ে তন্ময়ের মতামত জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেন, ‘‘আমি সবার সঙ্গেই মজার ছলে কথা বলি। ওই সাংবাদিকও আমার পূর্বপরিচিত। এর আগেও তিনি একাধিকবার আমার সাক্ষাৎকার নিয়েছেন, এবং আমরা ইয়ার্কি করেছি। তবে আজ এমন অভিযোগ কেন উঠল, তা আমার বোধগম্য হচ্ছে না।’’

একই বিষয়ে সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘সত্যিই যদি এমন কিছু ঘটে থাকে, তবে দল যথাযথ ব্যবস্থা নেবে। এটা কোনো ব্যক্তিবিশেষের ব্যাপার নয়। সিপিআইএমের নেতা-কর্মী-সমর্থকদের কাছে সাধারণ মানুষ কী আচরণ আশা করেন, সেটা আমাদের বুঝিয়ে দেওয়া দরকার আছে।’’

সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, ‘‘ফেসবুক লাইভটি দেখে খারাপ লেগেছে। তবে আমাদের পার্টি অন্য দলগুলোর মতো নয়। আমরা নীতিগতভাবে চারিত্রিক কারণে অতীতে নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’’ তন্ময়ের বিরুদ্ধে ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘‘পার্টির প্রক্রিয়া অনুযায়ী যা প্রয়োজন, তা করা হবে।’’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.