100
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের উপর ঘটে যাওয়া নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় এক বছর। প্রতিবাদে মুখর হতে চলেছে কলকাতা। সেই নৃশংস ঘটনার প্রতিবাদে আজ, শুক্রবার শহরের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচি নিয়েছে বিভিন্ন ছাত্র ও যুব সংগঠন।
জুনিয়র ডাক্তার ফ্রন্টের উদ্যোগে আয়োজিত হয়েছে ‘অভয়া রাত’ কর্মসূচি। আজ রাত ৯টা নাগাদ কলেজ স্কোয়্যার থেকে শুরু হবে মশাল মিছিল, যার গন্তব্য শ্যামবাজার। সেখানেই চলবে রাতভর অবস্থান ও সাংস্কৃতিক পরিবেশনা। প্রতিবাদে সামিল হবে বাম ছাত্র ও যুব সংগঠনগুলিও।
এদিকে, নিউ টাউনের সিবিআই দফতরের সামনে কংগ্রেসের তরফেও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এক বছরের মাথায় ফের একবার শহর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে নির্যাতিতার জন্য ন্যায় বিচারের দাবি।