হাওড়া: আবারও বিপুল টাকা উদ্ধার হাওড়া স্টেশনে। রবিবার স্টেশন থেকে উদ্ধার হয় নগদ ৫০ লক্ষ টাকা।
আরপিএফ সূত্রে খবর, হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশ। তাতেই সন্দেহ হয়। সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। ওই যুবকের পিঠে একটি নীল ব্যাগ ছিল। সেই ব্যাগ খুলতেই চোখ কপালে ওঠে পুলিশের। থরে থরে সাজানো টাকা। এরপরই পুলিশ জানতে চায় এই টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন তিনি। এই টাকার উৎসও জানতে চায় পুলিশ। তবে ওই যুবক কোনো সদুত্তর দিতে পারেনি। দেখাতে পারেনি কোনো বৈধ কাগজপত্রও। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয়। তাঁর সঙ্গে থাকা সমস্ত টাকা বাজেয়াপ্তও করা হয়।
জানা গিয়েছে, ধৃত যুবকের নাম প্রহ্লাদ রাম। শনিবার দুপুরে ডাউন পাটনা-হাওড়া জন শতাব্দীতে হাওড়া স্টেশনে নামে ওই যুবক। তার হাবভাব দেখেই সন্দেহ হয়েছিল আরপিএফের। ফলে তারা ওই যুবককে নজরে রাখছিল। পরবর্তীতে তাকে আটক করে জেরা করা হয়। তাতেই বক্তব্যে অসংগতি মেলে। এরপরই যুবকের ব্যাগে তল্লাশি চালালে উদ্ধার হয় নগদ ৫০ লক্ষ টাকা।
ধৃতকে সোমবার তোলা হবে আদালতে। প্রসঙ্গত, এই প্রথম নয়, গত কয়েক মাসে শহরের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে নগদ প্রচুর টাকা। অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে।