প্রথম পাতা খবর নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড, আবারও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড, আবারও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

186 views
A+A-
Reset

আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ? সোমবার সুপ্রিম কোর্ট ফের একবার স্পষ্ট জানিয়ে দিল, না। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ রায় দিয়েছে, আধার কখনই ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র নয়।

সোমবার আদালত জানায়, বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর ক্ষেত্রে আধারকে ১২তম নথি হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। তবে আধার শুধুমাত্র ভোটার তালিকায় নাম তোলার সময় বা ভোটারের পরিচয় প্রমাণের ক্ষেত্রেই প্রযোজ্য। নাগরিকত্বের প্রমাণ হিসাবে এর কোনও বৈধতা নেই। আদালত স্পষ্ট করে বলেছে, ভোটারের পরিচয়পত্র এবং নাগরিকত্বের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।

এর আগে বম্বে হাই কোর্টও একই রকম পর্যবেক্ষণ করেছিল। জানিয়েছিল, আধার, প্যান কার্ড বা ভোটার কার্ড কোনওটিই নাগরিকত্বের প্রমাণ নয়। এগুলি কেবলমাত্র সনাক্তকরণ এবং সরকারি পরিষেবা পাওয়ার জন্য ব্যবহার করা যায়।

তবে আধার ও ভোটার কার্ড নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন—

  • নাগরিকত্বের প্রাথমিক প্রমাণপত্র কোনটি? জন্ম সনদ কি একমাত্র উপায়?
  • যদি ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ না হয়, তবে ভোটদানের অধিকার কীভাবে নিশ্চিত হয়?
  • রেশন ব্যবস্থায় আধার-রেশন সংযুক্তকরণের যুক্তিই বা কী, যদি আধার প্রাথমিক পরিচয়পত্র না হয়?

বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র এখনও এই বিভ্রান্তি কাটাতে পারেনি। ফলত নানা ক্ষেত্রে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। আধার নাগরিক জীবনের নানা ক্ষেত্রে কার্যত অপরিহার্য হয়ে উঠলেও, নাগরিকত্ব প্রমাণে এটি অচল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.