কলকাতা: রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এ বার প্রার্থী দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি। বালুরঘাটের প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এই কথাই জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা আপ নেতৃত্ব।
গত বিধানসভা ভোটের পর থেকেই রাজ্যে সংগঠন বিস্তারের কাজে জোর দিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আপ। জেলাভিত্তিক সংগঠন গড়ে তুলে মোবাইলে মিসড কলের মাধ্য়মে চলছে সদস্য সংগ্রহ। এ ছাড়াও চলমান কিছু ইস্যুতে রাস্তায় নামতে দেখা গিয়েছে আপ সমর্থকদের। ইতিমধ্যেই কলকাতায় পার্টি অফিসও খুলেছে আপ।
সূত্রে খবর, রাজ্যের ১৮ থেকে ১৯টি জেলায় কমিটি গঠন করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলাতেও গঠন হয়েছে জেলা কমিটি৷ এমনকী জেলার দু’টি ব্লকের কমিটি গঠন করা হয়েছে। এবার জেলার কমিটি থেকে ব্লক ইনচার্জ এবং ব্লক কমিটি গঠনের দিকেই এগোচ্ছে দল৷ সব বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠানো হচ্ছে।
কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় আম আদমি পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা। যে সব জায়গায় সংগঠন তৈরি হয়েছে, আপাতত সেখানেই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।