প্রথম পাতা খবর ‘বাংলাবিরোধী’, সংসদে কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে সরব অভিষেক

‘বাংলাবিরোধী’, সংসদে কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে সরব অভিষেক

198 views
A+A-
Reset

সংসদে কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে সরব হলেন ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ এবং তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি অর্থবর্ষের বাজেট নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি।

এদিন বাজেট অধিবেশনে ফের সেই সুরেই কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আনলেন অভিষেক। তিনি এই বাজেটকে ‘বাংলাবিরোধী’ বলে আখ্যা দেন এবং দাবি করেন যে, বাংলার প্রাপ্য সাত হাজার কোটি টাকা এখনও কেন্দ্র মঞ্জুর করেনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিহারে বিজেপির শরিক জনতা দলের ১২ জন সাংসদ রয়েছেন, আর বাংলায় বিজেপিরও ১২ জন সাংসদ রয়েছেন। কিন্তু পার্থক্য হলো, বিহারে বিজেপি ক্ষমতায় রয়েছে, বাংলায় নয়। তাই বাজেটে বিহার সুবিধা পেলেও বাংলাকে বঞ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, গত কয়েক বছর ধরে কেন্দ্র রাজ্যের প্রাপ্য সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে। এই বাজেট বাংলার স্বার্থবিরোধী বলে তিনি দাবি করেন এবং কেন্দ্রের পক্ষপাতমূলক নীতির বিরুদ্ধে সরব হন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.