প্রথম পাতা খবর ডিভিশন বেঞ্চে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ১০ তারিখ হাজিরা নয়

ডিভিশন বেঞ্চে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ১০ তারিখ হাজিরা নয়

529 views
A+A-
Reset

কলকাতা: ফের হাইকোর্টে স্বস্তি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের। শুক্রবার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ইডির তলবে ১০ অক্টোবর হাজিরা দিতে হবে না তৃণমূল সাংসদকে। তবে ওই তারিখের মধ্যে তাঁকে নথি দিতে হবে ইডির কাছে।

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় শুক্রবারের শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যা তথ্য-নথি চাওয়া হয়েছে, তা আগামী ১০ অক্টোবরের মধ্যে তাঁকে জমা দিতে হবে। হাইকোর্টের আশা, সেই তথ্য এবং নথি যাচাই করে নিরপেক্ষ ভাবে পরবর্তী পদক্ষেপ করবে ইডি। তদন্তকারী সংস্থা যে তথ্য দেবে, তার গোপনীয়তা বজায় রাখা নিশ্চিত করবে সিঙ্গল বেঞ্চ।

ঘটনায় প্রকাশ, অভিষেককে লিপ‌স অ্যান্ড বাউন্ডস সংস্থার তথ্য চেয়ে সমন পাঠানো হয়েছে। তিনি ওই সংস্থায় দু’বছর ডিরেক্টর ছিলেন। বর্তমানে অভিষেক ওই সংস্থার সিইও। ওই সংস্থার চিফ অপারেটিং অফিসারের কাছ থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে। তিনি এখন জেল হেফাজতে রয়েছেন।

এই মামলায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, নিয়োগ দুর্নীতিতে টাকার লেনদেন সামনে আসা উচিত। দুষ্কৃতীদের চিহ্নিত করা এবং দুর্নীতিগ্রস্তদের সাজা হওয়া উচিত। এখানে মামলাকারীকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে। যেহেতু তদন্ত চলছে তাই এই তথ্য প্রয়োজনীয়। আর্থিক লেনদেন কীভাবে হয়েছে, সেই তথ্য সামনে আসা উচিত। বিচারপতি আরও জানান, সত্যি সামনে এলে মূল চক্রী উঠে আসবে। আর সত্যি সামনে আনার জন্য স্বচ্ছ ও দ্রুত তদন্তের প্রয়োজন। আর এজন্যই আদালতের নজরদারিতে তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে। ফলে এই আদালত কোনওভাবেই তদন্তে হস্তক্ষেপ করবে না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.