আগামী পঞ্চায়েত এবং লোকসভা ভোট বিজেপি-কে যোগ্য জবাব দেওয়ার লড়াই: অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা: পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার আগে ফের মেগা সমাবেশ তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার সব স্তরের কর্মীদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়েছে। মঞ্চ থেকে আগামী পঞ্চায়েত এবং লোকসভা ভোটে বিজেপি-কে যোগ্য জবাব দেওয়ার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

অভিষেক বলেন, “২০২১ সালের বিধানসভা ভোটে বাংলায় গোহারা হেরেছে বিজেপি। তার পরেই সিবিআই-ইডি লাগিয়ে চার জন মন্ত্রীকে গ্রেফতার করিয়েছে। তার পরে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে নিয়েছে। যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজে ব্যাঘাত ঘটানো যায়। তারা এ ভাবেই বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত,নিপীড়িত, অপমানিত করে চলেছে। আগামী পঞ্চায়েত এবং লোকসভা ভোট, তাদেরকে যোগ্য জবাব দেওয়ার লড়াই”।

তাঁর কথায়, আমাদের নেত্রী বারবার বলেছিলেন, বদলা নয়, বদল চাই। আমরা বদল এনেছি। কিন্তু বদলাটা আমরা নেব ব্যালটের মাধ্যমে। ২০২৩-এর পঞ্চায়েত আর ২০২৪-এর লোকসভা ভোটে। ৪২টা লোকসভা আসন রয়েছে। চোখে চোখ রেখে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব।

ইডি, সিবিআই-কে তোয়াক্কা না করে এগিয়ে যাবে তৃণমূল। তিনি বলেন, “তৃণমূল গরিবের দল। আপনারা বস্তির পার্টি বলে অভিহিত করায় আমরা গর্ব বোধ করি। এই বস্তির কাছেই আপনাদের মাথা নত করে হার স্বীকার করতে হয়েছিল”।

সঙ্গে অভিষেকের দাবি, ২০২১-এর বিধানসভা ভোটে বিজেপি ক্ষমতায় এলে মেদিনীপুর- মোদীনীপুর হয়ে যেত আর দার্জিলিং- মোদীজিলিং হয়ে যেত।

আরও পড়ুন: সরকারি কাজে কোনো রকমের ঢিলেমি বরদাস্ত হবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন