কলকাতা: মঙ্গলবার হাইকোর্টে শুনানি হল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের। এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে শুনানি। এ দিন বিচারপতি সৌমেন সেনের প্রশ্ন, কবে নোটিস পাঠিয়েছিল ইডি? এতগুলো দিন কেটে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হাজিরা দিতে পারবেন না, তা তিনি আগে জানালেন না কেন?
দিল্লিতে দলীয় কর্মসূচি চলাকালীন, নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হয়েছিল অভিষেককে। হাইকোর্টের বিচারপতির অমৃতা সিন্হার নির্দেশের পরই তাঁকে তলব করা হয়। সেই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এ দিন সাড়ে ১২টায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হাওয়ার কথা ছিল। কিন্তু অভিষেক যে মঙ্গলবার ইডি-র নোটিশে সাড়া না দিয়ে হাজিরা এড়াবেন, তা আগেই কেন্দ্রীয় সংস্থাকে জানিয়ে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করে ডিভিশন বেঞ্চ। কারণ, মৌখিক ভাবে হাজিরা না দেওয়ার ইঙ্গিত দিলেও লিখিত ভাবে তা জানাননি অভিষেক।
যে কারণে, এ দিন আদালত জানতে চায়, ইডি-র তলবে তিনি (অভিষেক) যে সাড়া দেবেন না, তা আগে জানাননি কেন? আদালত সূত্রে খবর, আদালতের প্রশ্নের সেই অর্থে কোনও জবাব দিতে পারেননি অভিষেকের আইনজীবী। তিনি বলেন, প্রতিবার রাজনৈতিক কর্মসূচির দিন তাঁর মক্কেলকে তলব করা হয়। হাজিরাও দিয়েছেন তিনি। এমনকী এই মামলায় ইডি-র তদন্তকারী অফিসারকে সরানোও হয়েছে।