প্রথম পাতা খবর নজর শুভেন্দুর গড়ে, লোকসভায় লক্ষ্য রেখে পঞ্চায়েত ভোট থেকে প্রস্তুতি শুরুর নির্দেশ অভিষেকের

নজর শুভেন্দুর গড়ে, লোকসভায় লক্ষ্য রেখে পঞ্চায়েত ভোট থেকে প্রস্তুতি শুরুর নির্দেশ অভিষেকের

410 views
A+A-
Reset

অভিষেকের নজরে এবার শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর। সেই গড়ে বিরোধী দলনেতার রাশ আলগা করতে পঞ্চায়েত ভোট থেকে দলীয় কর্মীদের কাজ শুরু করে নির্দেশ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জেলার নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। সেই বৈঠকে অভিষেক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পঞ্চায়েত ভোটে কোনও রকম গা জোয়ারি বরদাস্ত করা হবে না।

এর পাশাপাশি এখন থেকেই হলদিয়া পুর ভোটের প্রস্তুতি নজর দিতে নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রের খবর বৈঠকে অভিষেক জানিয়েছেন ভোটের আগে ফের তিনি সেখানে যাবেন।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিধায়ক হয়েছেন শুভেন্দু। সেই হারের ক্ষত পূরণ করতে এখন থেকে জনসংযোগ শুরু করার নির্দেশ দিয়েছেন অভিষেক। সামনে বছর পঞ্চায়েত ভোট এবং তার পরের বছর অর্থাৎ ২০২৪-এ লোকসভা ভোট। পঞ্চায়েত ভোটেই যাতে পূর্ব মেদিনীপুর বিরোধী দলনেতার ভিত আলগা করে দেওয়া সম্ভব হয় সে জন্য এখন থেকে সংগঠনকে শক্তপোক্ত করার উদ্যোগ নিয়েছেন তিনি। সেই মতো জেলার নেতাদের মঙ্গলবারনজ বেশ কিছু বার্তা দিয়েছেন অভিষেক।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.