427
কলকাতা: পুজো মিটতেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে আগামী বৃহস্পতিবার । তৃণমূল সূত্রে খবর, ইডি দফতরে যাবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এর আগে কয়লা-কেলেঙ্কারিতে ও পরে নিয়োগ দুর্নীতির মামলায় তলব করা হয়েছে অভিষেককে। তাঁর পুরো পরিবারকেও ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তৃণমূলের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই অভিষেককে বারবার হেনস্থা করা হচ্ছে।
সম্প্রতি শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে অভিষেকের। এই আবহে আগেও তৃণমূলের সেনাপতিকে তলব করে দীর্ঘক্ষণ জেরা করেছিল ইডি। আর আগামিকালও সেই মামলাতেই তাঁকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।
অন্য দিকে, জানা যাচ্ছে, ইডির তলবে সাড়া দিয়ে আগামী কাল সিজিও কমপ্লেক্সে যাবেন অভিষেক।