প্রথম পাতা খবর ‘গণতন্ত্র তিরস্কৃত, অপরাধীরা পুরস্কৃত’! দিল্লিতে সাংসদ হেনস্তা, বিস্ফোরক অভিষেক

‘গণতন্ত্র তিরস্কৃত, অপরাধীরা পুরস্কৃত’! দিল্লিতে সাংসদ হেনস্তা, বিস্ফোরক অভিষেক

19 views
A+A-
Reset

কলকাতায় আই-প্যাকের দফতর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈন-এর বাড়িতে ইডি অভিযান নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত নীরব ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুক্রবার দিল্লিতে দলীয় সাংসদদের উপর দিল্লি পুলিশের চড়াও হওয়া ও হেনস্তার ছবি সামনে আসতেই আর চুপ থাকলেন না তিনি। শান্তিপূর্ণ ধরনায় বসা সাংসদদের কার্যত চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ উগরে দিলেন অভিষেক।

সোশাল মিডিয়ায় কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করে অভিষেক লেখেন, “আজ গণতন্ত্র তিরস্কৃত, অপরাধীরা পুরস্কৃত। এজেন্সিকে অস্ত্র বানিয়ে নির্বাচন প্রভাবিত করা হচ্ছে। শান্তিপূর্ণ প্রতিবাদকারীরা জেলে, আর ধর্ষকেরা জামিনে—এটাই বিজেপির নতুন ভারত।” বিজেপির উদ্দেশে তাঁর বার্তা, “গোটা দেশ আত্মসমর্পণ করলেও বাংলা রুখে দাঁড়াবে। শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব।” একই সঙ্গে তিনি সাংসদদের উপর পুলিশের আচরণের ছবি শেয়ার করেন।

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর দফতরের সামনে শুক্রবার ইডি অভিযানের প্রতিবাদে ধরনায় বসেছিলেন তৃণমূল সাংসদরা। সেখানে ডেরেক ও’ ব্রায়েন, শতাব্দী রায়, সাকেত গোখলে, মহুয়া মৈত্র, মমতা ঠাকুর-সহ একাধিক সাংসদকে টেনে-হিঁচড়ে আটক করে দিল্লি পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইডি অভিযানের বিরোধিতায় সরব হয়েছেন। রাজনৈতিক মহলের মতে, এতদিন কৌশলগত নীরবতার পর শুক্রবার ‘এজেন্সির অপব্যবহার’ ইস্যুতেই সরাসরি মাঠে নামলেন অভিষেক

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.